আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
বাটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি,
খুলনা বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেতুলতলা এলাকার শাওন রায় (১৯) বাড়িতে লুটপাট এর ঘটনা ঘটে। এ বিষয়ে গতকাল সোমবার বিকেলে তেতুলতলা গ্রামের শিবপদ রায়ের পুত্র শাওন রায় বাদী হয়ে তেতুলতলা গ্রামের মোজাম্মেল হালদারের পুত্র হাচান হালদার (৩২), ইয়ার আলী খানের স্ত্রী মাসুমা আক্তার (৩৮),লিয়াকত খানের পুত্র মাহমুদ খান (৪৬), টুটুল হাওলাদার (৩৭) ও মমতাজ বেগম (৫০) কে বিবাদী করে বটিয়াঘাটা থানার লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানাগেছে, গত ১৪ জানুয়ারী রবিবার বেলা ১ টার দিকে বিবাদীরা বাদী শাওনের বাড়িতে লাঠিসোঠা ও লোহার রড নিয়ে প্রবেশ করে। এসময় বাড়ির লোকজনদের ভয়ভীতি প্রদর্শন করে ঘরের বাক্সে থাকা ১ লাখ ৭০ হাজার টাকা, ১২ আনা ওজনের দুই জোড়া কানের দুল, ১৬ আনা ওজনের দুটি স্বর্নের চেনসহ ২০ বস্তা ধান নিয়ে যায়। এসময় তারা বাড়ি ঘর ভাংচুর করে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাটিয়াঘাটা থানার ওসি রিপন কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামি এখনও আটক হয়নি। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।