আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ ছালাহ্ উদ্দিন, ফেনী প্রতিনিধি:
সোনাগাজীতে বিভিন্ন জায়গায় রিকশায় চড়ে সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন খোঁজ খবর নিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি ২য় মেয়াদে এমপি নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে এবং সোনাগাজীর সাধারণ মানুষের খোঁজ খবর নিতে রিক্সায় চড়ে ঘুরে বেড়ান।
২৩শে জানুয়ারি (মঙ্গলবার) সহধর্মিণী জেসমিন মাসুদ চৌধুরীকে সাথে নিয়ে সোনাগাজীর মুহুরী প্রজেক্ট, বাদামতলী, সোনাপুর ও শাহাপুর সহ বিভিন্ন এলাকায় ঘুরে-ঘুরে মানুষের খোঁজ খবর নেন ও চা চক্রে মিলিত হন। এসময় সাংসদের স্ত্রী জেসমিন মাসুদ নারী, শিশু ও বৃদ্ধদের সাথে কুশল বিনিময় করে তাদের নানা রকম উপহার সামগ্রী ও শীতবস্ত্র প্রদান করেন।
এসময় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার ভিপি জহির, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মৃধা, ইউপি সদস্য আহসান উল্যাহ মেম্বার, আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আয়ুব নবী ফরহাদ, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, ফজলুল করিম সবুজ, মোশাররফ হোসেন মামুন হাজী, আবু ছুফিয়ান মেম্বার, ইফতেখার হোসেন খন্দকার, নোমান ভূঞা, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন বিজয়, সহসভাপতি সালাউদ্দিন আশিক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।