আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আবদুল মামুন,সীতাকুণ্ড-
চট্টগ্রামের সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শিবচতুর্দশী ও দোল পূর্ণিমা মেলার মাঙ্গলিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও মেলা কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব এস এম আল মামুন। শুক্রবার (৮ মার্চ) বিকালে পৌরসদরস্থ মেলা কমিটির কার্যালয়ে শিবচতুর্দশী ও দোল পূর্ণিমা মেলার উদ্বোধন করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার ও মেলা কমিটির সভাপতি কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন, পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদলিউল আলম, স্থানীয় পৌর কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ, মেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী বাবুল কান্তি শর্মা সহ প্রমুখ। এরপর চন্দ্রনাথ ধামে আগত পূণ্যার্থীদের পূজার মধ্য দিয়ে তিন দিনব্যাপী শিবচতুর্দশী মেলা শুরু হয়। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভূটান, মিয়ানমার সহ হিন্দু সম্প্রদায়ের লাখ লাখ নারী-পুরুষ পূর্ণ লাভের আশায় তীর্থ স্থান দর্শন করতে আসেন এই সীতাকুণ্ডে। তীর্থ যাত্রীদের নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, মেলা কমিটির পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ১৫০ জন সেচ্ছাসেবক কাজ করছেন বলে জানান মেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী বাবুল কান্তি শর্মা। প্রতিবছর এই মেলাকে ঘিরে দেশ-বিদেশের ১৫ লাখের বেশী পূণ্যার্থী আসে এই শিবচতুর্দশী মেলায়। তীর্থ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ বাহিনী সহ সংশ্লিষ্ট বিভিন্ন গোয়েন্দা সংস্থা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ৫২৫ জন সদস্য মাঠে কাজ করছেন। উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন, পূণ্যার্থীদের সুবিধার্থে পানির সুব্যবস্থা, ভ্রাম্যমান টয়লেট স্থাপন, বিশ্রামাগার সহ মহিলাদের জন্য শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে।