আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আবদুল মামুন,সীতাকুণ্ড-
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানও জব্দ করা হয়। রবিবার (২৪ মার্চ) দিবাগত রাত সোয়া ৩ টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত ডাকাতরা হলেন-সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর এলাকার বাসিন্দা ইমরান হোসেন (২৫), একরাম হোসেন জনি (২৬), একই উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুনপাড়া এলাকার বাসিন্দা আবুল বশর (৪২), চট্টগ্রামের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকার বাসিন্দা মোঃ আজিজ (২৭) ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার দূর্গাপুর এলাকার বাসিন্দা মোঃ শফিক (৫২)। এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন বলেন, গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা এলাকায় সঙ্ঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছেন বলে আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি। এই সময় বিষয়টির সত্যতা যাচাইয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে পাঁচ ডাকাতকে আটক করা হয়।