আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) এর অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে প্রতিদিন নিয়মিত অপরাধ ও মাদক নির্মূলে অভিযান পরিচালনা করে আসছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।
এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দক্ষিণ চর কালিবাড়ী সাকিনস্থ পাটগুদাম ব্রীজের উত্তরের মাথায় পূর্ব পাশে পাঁকা রাস্তার উপর হইতে আজ আলিয়া মাদ্রাসা রেলক্রসিং এলাকার মোঃ মাঈন উদ্দীন মেয়ে মোছাঃ মালেকা (২২)কে ০২ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। উদ্ধারকৃত ০২ কেজি গাঁজা সহ গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।