আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
চট্টগ্রাম প্রতিনিধি,
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ-এর সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে সারা বাংলাদেশের অন্যান্য জেলার মতো চট্টগ্রাম জেলার দুটি গুরুত্বপূর্ণ মহাসড়কে বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং)-এর সার্বিক
দিক-নির্দেশনায় অদ্য ০২ (দুটি) ভ্রাম্যমান আদালত / অভিযান পরিচালিত হয় ।
অভিযান (১) :- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক (পটিয়া ক্রসিং) :
অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের ভ্রাম্যমান আদালত নং-১২ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না, উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্ট মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক জনাব মোঃ ফাহাদ শিকদার । সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা পুলিশ চট্টগ্রাম ও হাইওয়ে পুলিশ ।
মামলা – ১০টি
জরিমানা – ১৬,০০০/- টাকা
(ক) লাইসেন্স বিহীন – ০৪টি
জরিমানা – ৮,০০০/-
(খ) ফিটনেস বিহীন -০৪টি
জরিমানা – ৬,০০০/-
(গ) অন্যান্য মামলা-০২টি
জরিমানা – ২,০০০
# ডাম্পিং/জব্দ -০৬টি
(১টি মাইক্রোবাস, ১টি টেম্পু ও ৪টি অনিবন্ধিত সিএনজি চালিত অটোরিক্সা)
অভিযান (২) :- চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক সড়ক (রাউজান) :
অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম,
উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক জনাব মোঃ আলাউদ্দিন ।
সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা পুলিশ চট্টগ্রাম ও হাইওয়ে পুলিশ ।
মামলা – ০৭ টি
জরিমানা – ৬,৭০০/- টাকা
(ক) লাইসেন্স বিহীন – ০২টি
জরিমানা – ২,০০০/-
(খ) ফিটনেস বিহীন – ০২টি
জরিমানা – ২,৫০০/-
(গ) অন্যান্য মামলা-০৩টি
জরিমানা – ২,২০০/-
# ডাম্পিং/জব্দ – ০২টি
(অনিবন্ধিত ০২ সিএনজি চালিত অটোরিকশা)