আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি রজত জয়ন্তী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন!
মনির উদ্দিন মুন্না
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ঃ-
ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি রজত জয়ন্তী উপলক্ষে, খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে,০১-১২-২০২২ বৃহস্পতিবার সকাল ১০ টায়,খাগড়াছড়ি জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী সঞ্চালনায়,জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু এর সভাপতিত্বে,
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে
স্বাস্থ্য বিভাগের ব্যবস্থপনায় ফ্রী মেডিকেল ক্যাম্প, জেলা সরকারি গ্রন্থাগারে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হলরুমে জিওবি অর্থায়নে বিসিক খাগড়াছড়ির মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত যুব মহিলাদের সেলাই মেশিন এবং অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি উপজাতীয় শরণার্থী এবং উদ্বাস্তু বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,
প্রধান অতিথি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে ২ ডিসেম্বর ঐতিহাসিক শান্তি চুক্তি করেন,আমাদের পার্বত্য এলাকায় শান্তি ও স্বাধীন জীবন যাপনের ব্যবস্থা করেন,আমরা ২৫ বছরে পা দিচ্ছি, আজকের এত উন্নয়ন সম্ভব হয়েছে এই শান্তি চুক্তি র জন্য, আমি পার্বত্য জেলা পরিষদকে ধন্যবাদ জানাই,আজকে অসহায় মানুষের ফ্রী চিকিৎসা র ব্যবস্থা করেছে, শিশু কিশোর দের জন্য চিত্রাংকন এর ব্যবস্থা করেছে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।সামনে নির্বাচন আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমি আশাবাদী।
উপস্থিত ছিলেন – খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, খাগড়াছড়ি সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের,জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া, শতরুপা চাকমা, শুভ মঙ্গল চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, হিরন জয় ত্রিপুরা, নীলোৎপল খিসা,সমাজ সেবা উপ পরিচালক মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল্লাহ, আধুনিক জেলা সদর হাসপাতালে আরমো ডাঃ রিপল বাপ্পী চাকমা,ডাঃ সুবল জ্যোতি চাকমা প্রমূখ, সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
মেডিসিন বিভাগ ,হৃদরোগ বিভাগ , শিশু বিভাগ, স্ত্রী ও প্রসূতি বিভাগ, অর্থোপেডিক বিভাগে চিকিৎসা সেবা প্রদান করার পর অসহায় দুস্থদের মাঝে ফ্রি ঔষধ বিতরন করা হয়েছে।
জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু জেলা পরিষদ পাঙ্গনে ঐতিহাসিক শান্তি চুক্তি ২৫ বর্ষ পূর্তি উপলক্ষে রোড শো’র শুভ উদ্বোধন করেন,২ ডিসেম্বর কর্মসূচি সফল করতে।