আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শাজাহানপুরে ফুলকোট পশ্চিমপাড়া পুরাতন জামে মসজিদে ওজু খানার উদ্ভোধন!
মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলকোট গ্ৰামে গত বুধবার (৩০ নভেম্বর) সকালে ফুলকোট পশ্চিম পাড়া পুরাতন জামে মসজিদে ওজু খানা উদ্ভোধন করা হয়েছে । আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা কর্তৃক প্রদও জাতিসংঘের সদস্যভুক্ত যুব সংগঠন এর দক্ষিণ এশিয়ার কো-অর্ডেনেটর বগুড়া শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের কৃতি সন্তান তুরস্ক প্রবাসী ড.মোস্তফা ফয়সাল পারভেজের সার্বিক সহযোগিতায় ওজু খানাটি উদ্ভোধন করেন শৈলধুকড়ী দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মান্নান । এসময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আনিস প্রাং,মসজিদ পরিচালনা কমিটির সহ- সভাপতি মোঃ জাহিদুর রহমান(আমেরিকান) , বাদশা প্রাং,শাহিন আলম, মতিউর রহমান,রায়হান,পাপ্পু,সিখাত, নজরুল ইসলাম,সাকিল,সোহান,রাব্বি হাসান,শামিম,ওবাইদুর রহমান,জিল্লুর রহমান,কুরবান আলী,তোজাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অনেকেই উপস্থিত ছিলেন । শেষে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অএ মসজিদের ঈমাম মাওলানা এ, কে, এম শামসুল আলম ।