আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
উজিরপুর হঠাৎ চোরের আতঙ্কে এলাকাবাসী,
প্রশাসনের সুদৃষ্টি কামনা!
শফিকুল ইসলাম শামীম
উজিপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন এর দক্ষিন নাথারকান্দি (৬) ওয়ার্ডের মুদিমনহারি দোকান এর মালিক মৃত মোঃ এনাজ উদ্দিন বেপারীর ছেলে মোঃ আব্দুল হক বেপারী (৭০) তিনি এলাকার নিজ বাড়ির সামনে বৃদ্ধা বয়সে পরিবার পরিজন নিয়ে কোন রকম জীবন জাপান করছিল তিনি জানান যে ১ ডিসেম্বর সকাল থেকে রাত ৯ টা পর্যন্ত ক্রয় বিক্রয় করে তার নিজ ঘরে ঘুমিয়ে পরছিল।অনুমান গভীর রাতে দোকান ঘরের সুরা ভেঙে ভিতরে ঢুকে একটি মাইওয়ান ২৪ ইঞ্চি এলেডি টিভি, সাবান ৪ ডজন,ডাল এক বস্তা ২৪ কেজি,হলিউড সিকারেট ৮ প্যাকেট,নগদ টাকা ৮০০০ /(আট হাজার), একটি মাটির ব্যাংক ভেঙে নিয়েছে টাকার পরিমাণ জানানেই,বিস্কুট এক বক্স, চায়ের পাতা ২ টা,মশার কয়েল ২ ডজন,হুইলের গুরা ১ডজন, প্রায় ৪০০০০০ / (চল্লিশ হাজার)টাকার মালপত্র নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন।আপর দিকে একেই এলাকার মোঃ আলম তালুকদার এর ছেলে হায়দার তালুকদার (২৮) তিনি জানান গভীর রাতে আমার বসত বাড়িতে ঢুকে ১টি গ্যাসের চুলা,৫ লিটার সয়াবিন তৈল, হলুদ,মরিচ ও অন্যান্য জিনিস পত্র নিয়ে যায়। এনিয়ে এলাকায় চোরের আতঙ্ক বিরাজ করছে। চোরের করল থেকে রক্ষা পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসি।