আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
হাটহাজারীতে মাটি কাটার দায়ে জরিমানা!
সুমন পল্লব,
হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি,
০১৮২৫-১০৫৮৯৫
হালদা নদীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা হাটহাজারী উপজেলা প্রশাসন।
হাটহাজারী উপজেলা উত্তর মার্দাশা অংশে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
প্রশাসনের সুত্রে জানা যায়, হালদা নদীর উত্তর মাদার্শা অংশের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় মাটি কাটার দায়ে উপজেলা মধ্যম মার্দাশা এলাকার মোঃ রুবেলকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ইউএনও মোঃ শাহিদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান,গোপন সূত্রে তথ্য পেয়ে মাটি কাটায় ব্যবহৃত এস্কেভেটর আটক করা হয় এবং পরে এ জরিমানা আরোপ করা হয় এবং ডিসিআর মূলে তা আদায় করা হয়।
এ সময় উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেদুল আলমের সহযোগিতায় করেন।