আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আলীকদমে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ তম বর্ষ পালিত হয়েছে!
জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি,
পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি শুক্রুবার (২ ডিসেম্বর)।এই উপলক্ষ্যে আলীকদম জোন এর আয়োজনে সকাল থেকে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা, ছাত্রছাত্রীদের মাঝে ব্যাগ ও দু:স্থ মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
সকাল ৯টায় আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম এর সভাপতি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলীকদম জোন কমান্ডার লেঃ কর্ণের সাব্বির হাসান পিএসসি বলেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ব্যতিত পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হয়। ১৯৯৭ সালের এই দিনে তৎকালীন আওয়ামী লীগ সরকার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে ঐতিহাসিক পার্বত্য চুক্তি করে। এর ফলে পাহাড়ে ব্যপক উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়েছে।
কর্নেল সাব্বির আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হওয়ার ফলে জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বান্দরবান জেলা পরিষদ সদস্য ধুংড়িমং মার্মা বলেন, জনসংহতি সমিতির নৈরাজ্যমূলক আচরণ, অস্ত্রের ভাষায় কথা বলা, শান্তিচুক্তির পক্ষের শক্তিকে দুর্বল করা, গুলি করে মানুষ হত্যা, চাঁদাবাজী ইত্যাদি কর্মকান্ড সাধারণ উপজাতিরা সমর্থন করে না।তিনি বলেন এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করাসহ বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগোষ্ঠীর সার্বিক কল্যাণে কাজ করছেন। সাংবাদিক হাসান মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবের মোঃ সোয়াইব। লামা, আলীকদমের জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি বিভিন্ন বিভাগীয় প্রধানদ্বয়সহ কয়েক শ্ নারী পুরুষ অনুষ্ঠানে অংশ নেন। বিকেল তিনটায় আলীকদম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ও সন্ধায় সাংস্কতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করেন আলীকদম জোন কমন্ডার।
সংবাদ প্রেরক……
জাহিদ হাসান
বান্দরবান প্রতিনিধি।।
মোবাইল:- ০১৮৩০৩০৬৭৮৬,
০১৭৯২৩২৩৬০৪।