আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
চট্টগ্রামের লোহাগাড়ায় ৩৫ হাজার পিস ইয়াবা ও ব্যবহৃত গাড়ীসহ ১ পাচারকারী আটক!
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে কৌশলে ইয়াবা পাচারকালে ৩৫ হাজার পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। ওই সময় মাদক পাচারে ব্যবহৃত একটি কার গাড়ি জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারীর নাম ইসমাইল (৫০)। সে কক্সবাজার টেকনাফ পৌরসভা গুদারবিলের আব্দুস সালামের পুত্র।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের বিশেষ টিম ২৪ জানুয়ারী বেলা ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সম্মুখে চট্টগ্রাম অভিমূখী প্রাইভেট কার ঢাকা মেট্রো-গ ৩৩-৭৫২৩ তে তল্লাশি করে সিটের নিচে তেলের ট্যাংকিতে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৩৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী ইসমাঈলকে আটক করে। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫ লক্ষ টাকা।এ ব্যাপারে আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় বলে তিনি জানান