আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
লোহাগাড়ায় শ্রমিক নেতা নুনু’র জায়গা দখল ও অপপ্রচারের অভিযোগ আজিজের বিরুদ্ধে!
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম জেলা ট্রাক ও কভার্ডভ্যান মালিক সমিতির কার্যকরি কমিটির সভাপতি ও লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু’র বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ এনে এম.এ আজিজের স্ত্রী শামশুন্নাহার কর্তৃক প্রকাশিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
(৩ ডিসেম্বর) শনিবার দুপুরে উপজেলার পুরাতন থানা এলাকায় শ্রমিক নেতা নুরুল হক নুনুর অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ও শ্রমিক নেতা নুরুল হক নুনু।
লিখিত বক্তব্য তিনি বলেন, লোহাগাড়া মৌজার বি.এস রেকর্ডীয় মালিক আলী হোসেনের ওয়ারিশ থেকে দেড় বছর আগে আমি ৮: ৮২ শতক জমি ক্রয় করি। এবং সেই থেকে জমির ভোগ দখলে স্থিত রয়েছি।কিছুদিন আগে রড আজিজ সহ একদল সন্ত্রাসী লোক আমার দখলীকৃত সম্পত্তি জবর দখলের চেষ্টা চালায়। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে সেদিন কাজ বন্ধ হয়। এরপর থানা পুলিশ সমাধানের জন্য ৮/১০ বার শালিশী বৈঠকের চেষ্টা করলেও রড আজিজ বিভিন্ন তাল-বাহানার মাধ্যমে বৈঠকে হাজির হয়নাই। বর্তমানে জায়গাটি সংস্কারের জন্য আমি কাজ করতে গেলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমাকে কাজ বন্ধ রাখার অনুরোধ জানান।আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ বন্ধ রাখি। কথা ছিল উভয় পক্ষে কাগজ নিয়ে বসে একটা সমাধান করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তারা বৈঠকে না বসে তার স্ত্রী শামসুন্নাহারকে দিয়ে আমাকে হেয়-প্রতিপন্ন ও রাজনৈতিক ইমেজ ক্ষুন্ন করার জন্য সাংবাদিককদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।
জায়গাটি আমার বা তাদের বললে তো হবেনা।
জায়গাটি কার সেটা তো কাগজে বলবে। তারা যদি কাগজ দেখাতে পারে তাহলে জায়গা তাদের দিয়ে দিতে আমার কোন আপত্তি নেই।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের
কামাল হোসেন, জামাল হোসেন, নাছির উদ্দীন, নুর বেগম, নুর জাহান, জাহানারা বেগম উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ এম গনি সম্রাট, মিয়া মুহাম্মদ শাহজাহান, ছাত্রলীগ নেতা বোরহান ছোবহান সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।