আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন ফাইতং মৌজায় আবুল কাশেম নামের এক প্রজা প্রতি পক্ষের ভূমি দখলের পায়তারা করছেন মর্মে অভিযোগ উঠেছে। আজিজনগরের বাসিন্দা মোঃ জাবের হোসেন কর্তৃক লামা উপজেলা নির্বাহী অফিসার বরাবর দায়েরকৃত অভিযোগে প্রকাশ, ফাইতং মৌজার চিওরতলীর বাসিন্দা আবুল কাশেম নামের এক প্রজা এই জবর দখল করার অপচেষ্টা করছে। মোঃ জাবে হোসেন অভিযোগে উল্লখ করেন, তার ক্রয়কৃত আর/ ৪৭০ নং হোঃ এর চার একর পঞ্চাশ শতক ৩য় শ্রেণীর জমি রয়েছে। সে জমির মূল মালিক নূরজ্জমানের নিকট হতে বিগত ২০১২ সালে দলিল নং ৭১৪/২০১২ (রেজিষ্টার্ড বায়না) মূলে ক্রয় করে, ক্রায়িক শ্রম ও অর্থ বিনিয়োগ করে মূল্যবান সেগুন, একাশিয়া, গামারি, গাছের বাগান সৃজন করে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে রয়েছে। অভিযোগে উল্লেখ করেন, ‘বর্তমানে আমার রোপিত ও রক্ষণা-বেক্ষেণে বেড়ে উঠা গাছের বাগানটি কর্তন উপযুক্ত হয়। সাম্প্রতিক সময়ে আবুল কাশেম আমার ক্রয়কৃত ভূমিতে সৃজিত বাগানটি তার বলে দাবী করে, আমর বাগানের গাছপালা কেটে চুরি করে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে খবর পেয়ে আমি জানতে চাইলে, সে গায়ের জোর প্রয়োগের মাধ্যমে লাঠিয়াল বাহিনীদ্বারা আমার বাগান জবর দখল পাঁয়তারা করে চলছে।” এই অবস্থায় (হার্টের অপেন সার্জারি করা) অসুস্থ্য প্রান্তিক প্রজা মোঃ জাবের হোসেন
তার ভোগ দখলীয় তফশীলোক্ত জায়গা ও গাছ গাছালি রক্ষায়, জবর দখলকারীদের রক্তক্ষয়ী হামলা থেকে পরিত্রাণ পাইতে আবুল কাশেমের বিরুদ্ধে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৪/১৪৫ ধারার বিধান মতে লামা নির্বাহী আদালতে নিষেধাজ্ঞা পাওয়া আবেদন করেন। অভিযুক্ত আবুল কাশেমকে তার মুঠো ফোনে কয়েকদফা কল করা হয়
কিন্তু সে ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে আনবেন, এমনটা প্রত্যাশা করেন সেখানকার স্থানীয়রা।