আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সেলিম চৌধুরী, নিজস্ব সংবাদ দাতাঃ- চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়ন ছাত্রলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক করা হয় প্রসেঞ্জিত মহাজনকে। ২৮ জানুয়ারি
শনিবার বিকেলে কেলিশহর ইউনিয়ন পরিষদের হল রুমে আয়োজিত এ সম্মেলনে কমিটি ঘোষনা করা হয়। পটিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবদুল্লাহ আল নোমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও পটিয়া আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রর্বতী, কেলিশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোজ কান্তি সেন নান্টু, কেলিশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ও সাধারন সম্পাদক সুমন চক্রবর্তী প্রমুখ। সম্মেলন শেষে কেলিশহর ইউনিয়ন ছাত্রলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
সেলিম চৌধুরী
পটিয়া চট্টগ্রাম
০১৮১৯৩৪৯৪৪২