আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি,
যশোরের অভয়নগরে জমি জালিয়াতি করে দলিল সম্পাদন করার অভিযোগ এনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অভয়নগর আমলি আদালত যশোরে ৩ জনের নাম উল্লেখ করে একটি জাল জালিয়াতি মামলা হয়েছে। অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের মৃত- গহর আলী খাঁনের ছেলে মোঃ বাবর আলী খাঁন বাদি হয়ে মামলাটি করেছেন। মামলার আসামি হলেন, একই এলাকার মৃত- নূর মোহাম্মদ খাঁন এর ছেলে মোঃ মোজাম খাঁন(৭০), আজম খাঁন(৬২), মোঃ মোফাজ্জেল হোসেন খাঁন(৫০)। মামলা সূত্রে জানা যায়, জমির মালিক এসএ রেকর্ডে বাদির পিতার নামে থাকায় ১৯৬৭ সালে আসামিরা একটি জাল দলিল সৃষ্টি করেছেন, যে দলিল বাদির পিতা লিখে দেন নাই। এমনকি ঐ দলিল যে সালে করা হয়েছে সে সময় ৩ নং আসামির জন্মই হয়নি, ২ নং আসামির বয়স ৭ বছর হলেও ঐ দলিলে পূর্ণ বয়স উল্লেখ থাকায় এবং দলিলে খতিয়ানের সাথে দাগের মিল না থাকায় বাদি নিশ্চিত হয় যে ঐ জমির দলিল জাল জালিয়াতির মাধ্যমে তৈরি করা। যা বাদির পিতা জমি বিক্রি বা দলিল করে দেন নাই। যে কারণে বাদি বিজ্ঞ আদালতে ন্যায় বিচারের স্বার্থে তিনজনের নামে মামলা করেছেন যার নং সি আর ০৩/২৩, ধারা ৪২০/৪০৬/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ দঃ বিঃ। বিজ্ঞ আদালত আগামী ১৪ মার্চ ২০২৩ তারিখের মধ্যে সিআইডি যশোরকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।