আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মাগুরা জেলা প্রতিনিধি,মোঃ সাকিব খান,
মাগুরার শ্রীপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্রীপুর থানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা খামারপাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি সোলাইমান মুহাম্মাদ সুলাইমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আবু হানিফ বিন মোহর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুন্সী মো. আমানুল্লাহ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়া দাউদ হোসেন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা গাজী শরিফুল ইসলাম, উপজেলা ইসলামী যুব আন্দোলন সভাপতি মোহম্মদ মুস্তাফিজুর রহমান, উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ গোলাম রসুল নান্নু, উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জিহাদুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে মো. মেহেদী হাসানকে সভাপতি ও মেহেদী হাসান লিখনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের এক বছরের কমিটি অনুমোদন দেওয়া হয়।
মাগুরা জেলা প্রতিনিধি
সাকিব খান
০১৭৫১০৫৩০৮১