আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
“মানসম্মত শিক্ষা সেবার অঙ্গীকার, গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজ দিচ্ছে বার বার” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশা গাঙ্গুরয়িা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি ছাত্র-ছাত্রীদের ক্লাস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সংশ্লিষ্ট কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এর আগে কলেজে ভর্তিকৃত ২০৯জন ছাত্র-ছাত্রীকে ফুল দিয়ে বরণ করা হয় এবং কলেজের নিজস্ব অর্থায়নে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে একটি ব্যাগ, একটি খাতা ও একটি কলম প্রদান করা হয়। এসময় কলেজের বিদ্যুৎসাহি সদস্য আবুহেনা মোস্তফা কামাল বাদল, মার্কেটিং বিভাগের সহকারি অধ্যাপক আবুল কালাম শাহ্, প্রভাষক মাসুদ হায়দার, প্রভাষক সৈয়দ আহম্মদ সরকার লিটন, প্রভাষক আব্দুর রাজ্জাক সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।