আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আহসান হাবীব, স্টাফ রিপোর্টার,
নোয়াখালী সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরজব্বর ডিগ্রি কলেজ ইন্টার প্রথম বর্ষের (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধাবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইংরেজি বিভাগের প্রভাষক সাফিয়া সুলতানার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ফরহাদ।
অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক স্বাগত বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক জামশেদুর রহমান কিসলু, আবদুল মালেক স্যার।
সিনিয়র ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ইয়াজ উদ্দিন ইমরান, সাদ্দাম হোসেন, দীপ্ত, মোহাম্মদ আলী, রিয়া আক্তার, আবিদা সুলতানা, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি আজিজুল হক সজীব, রোভার স্কাউটস দিদার হোসেন ও নবীন ছাত্রী সাদিয়া আক্তার শ্রাবণী প্রমুখ।
সবক প্রদান, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক মাওলানা আবু তাহের।
এসময় উপস্থিত ছিলেন, কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।