আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ৮শত পিস ইয়াবাসহ আটক- -১জন!
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৮শত পিস ইয়াবাসহ জয়নাল উদ্দিন (২৫) নামের ১ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
সাতকানিয়া উপজেলার ১৬নং সাতকানিয়া সদর ইউনিয়নের ঠাকুরদীঘি বাজার সংলগ্ন হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করে যাত্রীবাহী গাড়ীকে থামিয়ে গাড়ীতে তল্লাশি করে ২৫নভেম্বর শুক্রবার রাত ৩ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী মোঃ জয়নাল আবেদীনকে (২৫) ৮শ পিস ইয়াবা ইয়াবাসহ আটক করা হয় বলে জানা যায়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমানের সার্বিক তত্ত্বাবধানে ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নানের
তদারকীতে এসআই(নিঃ) মোঃ মমিন হোসেন
সঙ্গীয় ফোর্স নিয়ে ২৫নভেম্বর শুক্রবার রাত সোয় ৩ঘটিকার সময় মাদক ব্যবসায়ী মোঃ জয়নাল আবেদীনকে ৮শ পিস ইয়াবাসহ আটক করেন বলে থানা সূত্রে জানা যায়।
আটককৃত ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ জয়নাল আবেদীন (২৫) হচ্ছে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের – আলী আকবর পাড়ার ছকিরের বাড়ির মৃত ছকির আহম্মদ ও নুর বাহারের ছেলে বলে জানা যায়।
ইয়াবা ব্যবসায়ী জয়নাল আবেদীনকে আটক সংক্রান্ত বিষয়ে মোহাম্মদ জয়নাল আবেদীনের নামে ২৫নভেম্বর ২০২২ইংরেজি শুক্রবারে বাংলাদেশের সংবিধানে উল্লেখিত ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(ক) ধারা মোতাবেক মামলা রুজু করা হয়। যার সাতকানিয়া থানার মামলা নং-৩০নং বলে জানা যায়।
এব্যাপারে আটককৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে সাতকানিয়া থানা সূত্রে জানা যায়।