আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
বাগমারায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত!
মিজানুর রহমান বাগমারাঃ
রাজশাহীর বাগমারায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, চেয়ারম্যান লুৎফর রহমান মাষ্টার, আলমগীর সরকার, মোজাম্মেল হক, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন।
উক্ত সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দপ্তরের কর্মকর্তা সহ মহান বিজয় দিবস উদযাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সেই সাথে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।