আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সুমন পল্লব,
হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি,
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারন সম্পাদক এসএম রাশেদুল আলম।
এতে সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহজাহানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
সোমবার (৬ ফেব্রুয়ারী) যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের স্বাক্ষরিত আংশিক ৩২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদককে কমিটির শূণ্যপদ পুরণ করে আগামী ৪৫দিনের মধ্যে কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে জমা নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এসএম রাশেদুল আলম সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে দলীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরে জনগন।