আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
বিএনপি জামাত জোটের আন্দোলনের নামে আগুন সন্ত্রাস, হামলা ভাঙচুরসহ লাগাতার ষড়যন্ত্র মূলক দেশ বিরোধী ককর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানী হাট চত্বরে বাংলাদেশ আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টার দিকে সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মোতালেব সি আইপি এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ-সাতকানিয়া আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী,
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইদ্রিস বিকম,সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুদ্দিন শাহী,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহমদ আংগুর,সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজি দেলোয়ার, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন কবির ও ফয়েজ আহমেদ লিটন, কেওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন, এঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ,পুরান গড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক সিকদার,কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী,মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী, বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস কান্তি দত্ত,সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, আমিলাইশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরওয়ার উদ্দিন চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাতকানিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদ,উপজেলা স্বেচ্চাসেবক লীগ সভাপতি সাইফুল ইসলাম সুমন,সাধারণ সম্পাদক নওয়াব মিয়া রাকিব,সাতকানিয়া উপজেলা কৃষক লীগ সভাপতি আবুল কালাম ডালু ও সাধারণ সম্পাদক নুর হোসেন, উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আবু ছালেহ শান প্রমুখ। এছাড়া আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাতী লীগ ও মহিলা আওয়ামীলীগের বিভিন্ন স্থরের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
উক্ত শান্তি সমাবেশে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাছিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। জনগণ আওয়ামীলীগের পক্ষে চলে আসায় বিএনপি জামাত জোট বেসামাল হয়ে নৈরাজ্য ও অপপ্রচার চালাচ্ছে বলে জানান।
সাতকানিয়া-চন্দনাইশ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেন,বঙ্গবন্ধুর সৈনিকরা রাজপতে আছে।বিএনপি জামাত জোট নৈরাজ্য করলে বঙ্গবন্ধুর সৈনিকরা প্রতিহত করবে বলে জানান।