আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
#মহান আল্লাহর নৈকট্য ও ভালোবাসা পাওয়ার সহজ উপায়-মাওলানা শামীম আহমেদঃ–
মানুষ মাত্রই চিন্তা করে কিভাবে নাজাত পাওয়া যায়। আল্লাহর নৈকট্য লাভের সহজ সহজ উপায় কি? কোন আমল করলে সহজে মানুষ আল্লাহর নৈকট্য অর্জনে সামর্থ্য হবে। সকাল ও সন্ধ্যার যিকর থেকে কয়েকটি বিশেষ নিয়মিত দুআ’ যেইগুলো আমাদের জন্য অত্যন্ত উপকারী, প্রয়োজনীয় ও ফযিলতপূর্ন নিচে সেগুলোর বর্ণনা দেওয়া হল।
১.সকল ধরণের আসমানী এবং যমিনী বিপদাপদ থেকে হেফাজত থাকার দোয়া।
উসমান বিন আফফান রা. থেকে বর্ণিত, তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেই ব্যক্তি প্রতিদিন সকাল-সন্ধ্যা তিনবার করে এই দোয়াটি পাঠ করবে, তাকে কোনো জিনিসের ক্ষতি পৌঁছাতে পারবেনা।
দোয়াটি হলো: উচ্চারণ: বিস্মিল্লা-হিল্লাযী লা ইয়াদ্বুররু মা‘আ ইস্মিহী শাইউন ফিল্ আরদ্বি ওয়ালা ফিসসামা-ই, ওহুয়াস্ সামী‘উল-আলীম
অর্থ: ‘আল্লাহ্র নামে; যাঁর নামের সাথে আসমান ও যমীনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। আর তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী’। (তিরমিজি, হাদিস-৩৪১০)
অর্থাৎ সেই বান্দা সব ধরণের বালা-মুসিবত থেকে হেফাজত থাকবেন’। তাকে কোনো জিনিসে ক্ষতি করতে পারবেনা।
২.কেয়ামতের ময়দানে আল্লাহ তায়ালার সন্তুষ্ট লাভের দোয়া।
হজরত ছাওবান রা. থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:’যে ব্যক্তি দৈনিক সকাল-সন্ধ্যা তিনবার এই দোয়া টি পড়বে, তাহলে আল্লাহ তায়ালা নিজের ওপর আবশ্যকীয় করে নেন কেয়ামতের দিন সেই বান্দাকে খুশি করানোর।
দোয়ার উচ্চারণ : ‘রাযীতু বিল্লাহি রব্বাওঁ ওয়াবিল ইসলামী দ্বী-নাওঁ ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা’।