আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
আজ শনিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ সকালে ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলে ৫নং সিরতা ইউনিয়নের চর খরিচায় প্রতিষ্ঠিত হুসাইনিয়া মহিলা মাদরাসার ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিদায়ী সংবর্ধনায় জামিয়া মাহমুদিয়া চর খরিচা বড় মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আবু সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া মাহমুদিয়া চর খরিচা বড় মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাসরুর হাসান।
এ সময় বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলার বানিহালা মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মোবারক হোসাইন, জামিয়া মাহমুদিয়া চর খরিচা বড় মাদরাসার শিক্ষা সচিব মুফতী বদরুল আমিন, জামিয়া নূর হোসেন (দাওরায়ে হাদিস মহিলা মাদরাসা)’র শিক্ষা সচিব মুফতী জহিরুল ইসলাম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া নূর হোসেন (দাওরায়ে হাদিস মহিলা মাদরাসা)’র প্রিন্সিপাল ও মহাসচিব মুফতি নূরে আলম সিদ্দিকী, মুহাদ্দিস মফিজুল ইসলাম (রাজশাহী হুজুর) জামিয়া নূর হোসেনের শিক্ষা সচিব, মুহাদ্দিস মুফতি আশিকুর রহমান ও মারকাযুল আনসার মহিলা মাদরাসার মুহতামিম, মাওলানা সাঈদ আরাফাতসহ স্থানীয় উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে হুসাইনিয়া মহিলা মাদরাসা’র প্রিন্সিপাল মাওলানা হারুন অর রশীদ বলেন দিন দিন আমাদের প্রতিষ্ঠানটি উন্নতির দিকে যাচ্ছে। নিজস্ব জায়গায় সকলের সহযোগিতায় আজ ফযিলত (মেশকাত) ক্লাস পর্যন্ত উন্নতি হয়েছে। আবাসিক/অনাবাসিক ভাবে দক্ষ শিক্ষক/শিক্ষিকার মাধ্যমে পাঠ দান হয়ে আসছে। শরয়ী পর্দা পুশিদার মাধ্যমে আপনাদের মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলছে অত্র প্রতিষ্ঠানটি।
প্রতিবছর বোর্ড পরীক্ষায় সাফল্য এনে দিয়েছে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সামনে উলামায়ে কেরামগণের সঠিক পরামর্শ অনুযায়ী নাজেরা ও হিফয বিভাগ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকল শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি। পরিশেষে দোয়া ও ভোজন এর মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।