আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের
বোয়ালখালী পৌরসভা পূর্বগোমদণ্ডীতে
৬ই ফাল্গুন ১৯শে ফেব্রুযারী২৩ রবিবার
হযরত শাহসূফি মাওলানা সৈয়দ মানজি শাহ্ (রহঃ) এর ৩১তম বার্ষিক পবিত্র প্রধান ওরশ শরীফ উদযাপন উপলক্ষে আল্লাহ রাসুল মহান অলিগনের জীবনী নিয়ে আলোচনা সভা সম্পন্ন অনুষ্ঠিত হয়। মাজার শরীফের
খাদেম আল সিরাজ ভাণ্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি পাড়া আহসান উল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা জয়নুল আবেদীন আল কাদেরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা মোহাম্মদ তাজুল ইসলাম নোমানি ছাহেব, মাওলানা আলী আকবর রিজভী ছাহেব, মরমি শিল্পী রাসেল হায়দার ও তার দল,এসময়ে উপস্থিত ছিলেন
মোঃ নুরুল আলম, মোঃ নুরুল ইসলাম, আবু সৈয়দ, মোঃ ইছাক সওদাগর, মোঃ জসিম উদ্দিন সওদাগর, আবদুসবুর, মোঃ শহিদুল্লাহ, আবদুল গফুর, মোঃ রশীদুল্লাহ, আবদুল লতিফ, মোঃ রাজা মিয়া, দৌলত খান, মোঃ মহিউদ্দিন, ওরশ শরীফ অনুষ্টানে কর্মসূচি ছিল খতমে কোরআন, মিলাদ মাহফিল, সামা জিকির মাহফিল, ফাতেহা শরীফ, তবররুক বিতরণ আখেরি মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।