আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করছেন দক্ষিনজেলা আওয়ামী যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এ.এইচ.এম ওসমান গনি রাসেল
ডিজিটাল বাংলাদেশের পর এবার স্মার্ট বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনার এই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ক্রীড়ার ভুমিকা অপরিসীম। বিশ্বে আমরা ক্রিকেট খেলায় যে অবদান রেখেছি এসব শেখ হাসিনার কারনে সম্ভব হয়েছে। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমাদের অভিভাবক ভূমি মন্ত্রীর হাতধরে আনোয়ারায় বাস্তবায়ন হচ্ছে। যুব সমাজকে মাদক মুক্ত রাখতে পারলেই এই স্বপ্ন অনেকটা বাস্তবায়ন হবে। আর এতে অগ্রণী ভুমিকা রাখবে খেলাধুলা।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে মোহাম্মদপুর পূর্ব পাড়া একতা সংঘের আয়োজনে ৫ম বারের মত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিনজেলা আওয়ামী যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এ.এইচ.এম ওসমান গনি রাসেল এসব কথা বলেন। স্থানীয় ইউ পি সদস্য ও খেলা পরিচালনা কমিটির সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় বিশেয অতিথি ছিলেন জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার সহযোগী সম্পাদক এম এ ছবুর, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আখতারুজ্জামান খাঁন, সাবেক দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, ওয়ার্ডে আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন, যুবলীগ নেতা আইয়ুব কান শুভ, আবদুল আজিজ টিপু, সুমন, আবদুল হালিম, আবদুল হান্নান, মো. সেলিম, মো আইয়ুব, মো. ইলিয়াছ, মো. সোহেল, তৌহিদুল আলম,মো. আনোয়ার, মো. ফোরকান, খোরশেদ মানিক, জসিম উদ্দিন, শাকিল, নাজিম উদ্দিন, মো. হানিফ, মো: নাছির, মো: রুবেলম মো: সাবলু, মোহাম্মদ বাহার উদ্দিন, মোহাম্মদ পারভেজ, মিসকাস জলিল, ইমন, রকিব, মুরাদ, রিয়াজ, বাহাউদ্দিন, হাসান রায়হান প্রমুখ।
উদ্বোধনী খেলায় আলিফা ফুটবল একাদশ পীরখাইন ফুটবল একাদশকে এক শূণ্য গোলে পরাজিত করে জয় লাভ করেন।