আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মাগুরা জেলা প্রতিনিধি,
মোঃ সাকিব খান,
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং পাঠ্যপুস্তক হতে ধর্ম ও জাতিসত্তা বিরোধী বিতর্কিত বিষয়সমূহ বাতিল ও শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা এবং নেদারল্যান্ড ও সুইডেনে পবিত্র কুরআনে অগ্নিসংযোগের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরার শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রীপুর উপজেলা শাখা।
এ উপলক্ষে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব মুন্সী মোঃ আমানউল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আরাফাত হোসেন আরজু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা শাখার সহ-সভাপতি মোঃ জুনায়েদ আহমেদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি ক্বারিি মাওলানা মোঃ গাজী শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মিয়া দাউদ হোসেন, শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ গোলাম রসুল নান্নু, যুব আন্দোলনের উপজেলায় সভাপতি মোস্তাফিজুর রহমান রিজু প্রমুখ।
পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর ঘুরে বকুল তলা চত্বরে এসে দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়।
সাকিব খান
মাগুরা জেলা প্রতিনিধি
০১৭৫১০৫৩০৮১