আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ মহানগরের ঐতিহ্যবাহী মোমেনশাহী ডি.এস. কামিল মাদরাসা ফাযিল স্নাতক, ফাযিল অনার্স ও আলিম শ্রেণির ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানটি মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, আজ সোমবার (২৮ফেব্রুয়ারী ২০২৩) তারিখ সকাল ১০টায় মোমেনশাহী ডি.এস. কামিল মাদরাসা অদক্ষ্য ড. মোঃ ইদ্রিছ খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সদর, মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার)।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন স্মাট বাংলাদেশ গড়তে। স্মাট বাংলাদেশ গড়তে হলে সকলের মিলে করতে হবে। নবীণদের এগিয়ে আসতে হবে। তাহলে স্মাট বাংলাদেশ হওয়া সম্ভব। শিক্ষা বিস্তারের জন্যে আমরা মাদরাসাকে সকল ধরনের সহযোগিতা করে যাব। সকলের প্রচেষ্ঠায় এই প্রতিষ্ঠান আরো অনেক এগিয়ে যাবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এই মাদরাসার অনেক ছাত্র বড় বড় আলেম ও রাষ্ট্রের গুরুত্বপূর্ন পদে কর্মরত। এটি মাদরাসার জন্য গৌরবের বিষয়। তাই তোমাদের ভালো ফলাফল অর্জন করে মাদরাসার সুনাম অর্জন করতে হবে।
বিশেষ অতিথি বক্তব্যে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, ঐতিহ্যবাহী মোমেনশাহী ডি.এস. কামিল মাদরাসা ফাযিল স্নাতক, ফাযিল অনার্স ও আলিম একটি ঐতিহ্যবাহী মাদরাসা। এই মাদরাসা থেকে শিক্ষার্থীরা (এম.এ) সনদ পাচ্ছে এটা তাদের বড় পাওয়া। মাদরাসার শিক্ষকদের মান অনেক ভালো, তারা অনেক দক্ষ ও মেধাবী। নবাগত অধ্যক্ষের শিক্ষার মান উন্নোয়নের জন্য সর্বদা চেষ্টা করতে হবে। আপনার এলাকায় মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ হলে আমাকে যথা সময়ে জানাবেন আমি ব্যাবস্থা নিবো।
মোমেনশাহী ডি এস কামিলর মাদ্রাসা অধ্যক্ষ জানান, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়ে ষাটোর্ধ বয়সে এসেছে। প্রতি বছরেই মাদ্রসাটি নবীন শিক্ষার্থীদের উৎসব মোখর পরিবেশে আনুষ্ঠানিক ভাবে বরণ করা হয়। মাদ্রাসায় অধ্যয়ণরত সিনিয়র ছাত্ররা খুবই সুন্দর ভাবে নবীণ বরণ অনুষ্ঠানটি সম্পন্ন করে চলছে। এটা মাদ্রাসার শিক্ষার ধাপকে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলেও মনে করেন তিনি। এ সময় মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও সদস্য বৃন্দ সহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।