আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশীয় তৈরী অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১০সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল গ্রামস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব দিকে রেলওয়ে কলোনী গামী রাস্তার উপর থেকে তাকে আটক করে। আটককৃত ব্যক্তি হলেন- চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল গ্রামের মোঃ গনি মিয়ার পুত্র মোঃ নয়ন মনি (২৩)। তার কাছ থেকে একটি দেশীয় প্রযুক্তিতে লোহার তৈরী এলজি (আগ্নেয়াস্ত্র), দুই রাউন্ড কার্তুজসহ আসামী মোঃ নয়ন মনিকে আটক করে। এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ জানান, নিজাম ডাকাতের অন্যতম সহযোগী সন্ত্রাসী নয়নকে অস্ত্র সহ আটক করা হয়েছে। এ সংক্রান্তে সীতাকুণ্ড মডেল থানার মামলা নং- ১৯, তাং-১০/০৯/২০২৩ ইং,অস্ত্র আইনে, ধারা-১৯৭৮ এর১৯(এ)/১৯(এফ) দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।