আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃরিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডোমার থানায় দ্রুত বিচার আইন মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মেলাপাঙ্গাঁ ডাঙ্গাপাড়ার তহিদুল ইসলামের ছেলে রিপন ইসলাম (২৪) ও একই এলাকার পাঙ্গাঁ চৌপথির শফিকুল ইসলামের ছেলে দানু ইসলাম (১৯)।
শনিবার (৭অক্টোবর) দুপুরে ছোট রাউতা আন্ধারুর মোড়ের মৃত নুরুল ইসলামের ছেলে মোশাররফ হোসেন বাদী হয়ে থানায় মামলাটি রুজ্জু করেন। মামলা নং-০৫।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে আত্মীয়ের বাড়ী হতে নিজ বাড়ীতে মটর সাইকেল যোগে ফিরছিলেন মোশাররফ হোসেন। পথিমধ্যে তিনবট নামক স্থানে গ্রেপ্তারকৃতরা মোশাররফ হোসেনকে পিছন থেকে ধাওয়া করে মটরসাইকেলসহ আটক করে। সেসময় মোশাররফ হোসেনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং রিপন ইসলাম ও দানু ইসলামকে আটক করে। খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থল হতে একটি মটর সাইকেল উদ্ধার ও আটক রিপন ইসলাম এবং দানু ইসলামকে গ্রেপ্তার করে।
ডোমার থানা পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইন ৪(১)/৪(২) ধারায় থানায় একটি মামলা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়।