আজ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ৮৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) সহ ০৩ জন মাদক ব্যবসায়ী, এবং অপহরণ মামলার ০১ জন আসামী এবং ফৌঃ কাঃ ১৫১ ধারায় ০১ জন আসামী সহ মোট ০৫ জন আসামীকে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
৯অক্টোবর সোমবার দিবাগত রাত ও ১০অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানা যায়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমানের দিক নির্দেশনায় ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত এর তদারকী ও নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ নাহিদ আহমেদ সবুজ সঙ্গীয় এএসআই মোঃ ইসমাইল ফোর্সসহ রাত্রিকালীন মাদক উদ্ধার, বিশেষ অভিযান ডিউটি করা কালিন সময় সাতকানিয়া থানাধীন ৭নং মাদার্শা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মধ্যম মাদার্শা মিয়ার বড় বাড়ী সাকিনে রবি টাওয়ার সংলগ্ন পাকা রাস্তার উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ আব্দুল আজিজ(৩৫), পিতা-আলী হোসেন, মাতা-সাজেদা বেগম , স্থায়ী: গ্রাম-মধ্যম মাদার্শা মিয়ার বর পাড়া, ৪নং ওয়ার্ড, ০৭নং মাদার্শা ইউনিয়ন, উপজেলা/থানা- সাতকানিয়া, জেলা –চট্টগ্রাম এর হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দকৃত-১০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৯ অক্টোবর ২০২৩, রাত ১৯.১০ ঘটিকায় গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং- ১৭, তারিখ- ০৯/১০/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(ক) রুজু করা হয়।
এসআই মোঃ আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন কিলো-১৫ ডিউটি করা কালিন সময় সাতকানিয়া থানাধীন ১৫নং ছদাহা ইউপিস্থ দক্ষিণ ছদাহা হাঙ্গর রাজঘাটা সাকিনে এসআই পার্কের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে আসামী নুর হোসেন(৬০), পিতা-মৃত নজির আহম্মদ, মাতা-মৃত ময়না খাতুন ,স্থায়ী: গ্রাম- কুতুপালং (ক্যাম্প-৭, ব্লক বি-৪) , থানা- উঁখিয়া, জেলা –কক্সবাজার এর হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দকৃত-২২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১০ অক্টোবর ২০২৩, রাত ০১.৩০ ঘটিকায় গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং- ১৮, তারিখ- ১০/১০/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(খ) রুজু করা হয়।
এসআই মোঃ সালামত উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন সিয়েরা১৫ ডিউটি করা কালিন সময় সাতকানিয়া থানাধীন ১০ নং কেঁওচিয়া ইউপিস্থ জনার কেঁওচিয়া সাকিনের খুনি বটতল এলাকায় জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের উপরহইতে গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ পাভেল হোসেন(২৯), পিতা-আকাশ হোসেন, মাতা-বেবি বেগম স্থায়ী: গ্রাম- খিদিঁরপুর নারাভিটা, ০৪নং ওয়ার্ড, উপজেলা/থানা- সোনারগাঁও, জেলা –নারায়ণগঞ্জ এর হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দকৃত-৬০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১০ অক্টোবর ২০২৩, রাত ০৩.৩০ ঘটিকায় গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং- ১৯, তারিখ- ১০/১০/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(গ) রুজু করা হয়।
এসআই এসএম রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিজ্ঞ আদালতের আদেশে রুজুকৃত অপহরণ মামলা সাতকানিয়া থানার মামলা নং- ৩২(০৯)২৩ এর এসএম নুরুল আমিন (রুবেল) (২১), পিতা-মোহাম্মদ হোসেন প্রকাশ পেটান, স্থায়ী: সাং- দক্ষিণ ব্রাহ্মণডাঙ্গা, বাড়ী ৩৫২, মোহাম্মদ হোছাইনের বাড়ী, ০২নং ওয়ার্ড, দুরদুরী, থানা- সাতকানিয়া, জেলা –চট্টগ্রামকে গ্রেফতার করেন।
ঢেমশা-চৌধুরীহাট পুলিশ তদন্ত কেন্দ্র কর্মরত এএসআই মোঃ আল আমিন সঙ্গীয় ফোর্স সহ রাত্রিকালীন ডিউটি করাকালীন সময়ে আসামী মোঃ মিজান (২৪), পিতা- মোঃ দেলোয়ার হোসেন, মাতা-হোসনেয়ারা বেগম, গ্রাম-ছদাহা, আশ্রয়ন প্রকল্প, ৯নং ওয়ার্ড, ১৫নং ছদাহা, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে ফৌঃ কাঃ আইনের ১৫১ ধারায় গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।