আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ মামুন হোসাইন।
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে একাধিক মামলায় সাজাসহ যাবজ্জীবন সাজা প্রাপ্ত মাদক সম্রাট দুলাল(৫০)কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে দুমকি থানার এসআই মনিরুল ইসলামসহ পুলিশের একটি টিম ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট দুলালকে আটক করতে সক্ষম হন।
দুলাল উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মৃত নূর মোহাম্মদ শিকদারের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, মাদক সম্রাট দুলাল টাঙ্গাইল থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী এবং পটুয়াখালী সদর থানার মাদক মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি, এছাড়াও তার বিরুদ্ধে ধানমন্ডি, কাফরুল, সাভার, যমুনা সেতুর পশ্চিম পাড় থানায় সাজাসহ একাধিক মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে।
দুলাল পুলিশের ভয়ে ঢাকার মোহাম্মদপুরে বেশ কয়েকবছর আত্নগোপনে ছিলেন। পাশাপাশি বদলে ফেলেছেন নিজেকে। মুখভর্তি লম্বা দাড়ি লম্বা সুন্নাতি জামা পরে করেন চলাফেরা। তবে লেবাস চেইঞ্জ করেও পুলিশের হাত থেকে রেহাই পায়নি দুলাল।
দুমকি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন আজকেই তাকে কোর্টে সোপর্দ করা হবে।