আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের অভিযানে এক বছরের সাজা প্রাপ্ত আসামী ০১জন এবং অপহরণ মামলার মূল আসামী ও সহযোগী সহ-০২ জন ও একাধিক জিআর পরোয়ানাভূক্ত ০১ জন আসামীসহ মোট ০৫ জন আসামী গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
২২অক্টোবর রবিবার দিবাগত রাত ও ২৩অক্টোবর সোমবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানা যায়।
চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমানের দিক নির্দেশনায় ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত এর তদারকী ও নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এএসআই মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সিএমপি কোতয়ালী থানার মামলা নং- ১৭ (১০) ১২, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড, জিআর-১২৫৪/১২ এর ০১(এক) বছরের জিআর সাজা পরোয়ানা ভুক্ত আসামী মহিউদ্দিন (৪২), পিতা-মৃত নেয়াছুর রহমান, সাং-খাগরিয়া, আফরপাড়া, মোখলেছুর রহমানের বাড়ী, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে তাহার নিজ বাড়ি হইতে গ্রেফতার করেন।
এসআই মাজহারুল ইসলাম সরকার সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার মামলা নং-২৬, তারিখ-১৬/১০/২০২৩ইং, ধারা-৩৬৫/৩৮৭/৩৪ পেনাল কোড এর মূল অপহরণ কারী মোহাম্মদ হোসেন (৩৫) , পিতা-আবদুল খালেক, মাতা-মরিয়ম খাতুন, সাং-মধ্য কাঞ্চনা, সৈয়দ মেম্বারের বাড়ী, ৫নং ওয়ার্ড, ৪নং কাঞ্চনা ইউনিয়ন, থানা- সাতকানিয়া, জেলা -চট্টগ্রাম এবং তাহার সহযোগী কিশোর অপরাধী মোঃ সাবিব্র চৌধুরী বাবু (১৬), পিতা-মোঃ সেলিম, মাতা-শিরিন আক্তার, সাং-মধ্য কাঞ্চনা, জহির চেয়ারম্যানের বাড়ী, ৫নং ওয়ার্ড, ৪নং কাঞ্চনা ইউনিয়ন, থানা- সাতকানিয়া, জেলা -চট্টগ্রামদ্বয়কে সাতকানিয়া বাজার হইতে গ্রেফতার করেন।
এএসআই মোঃ নুরনবী সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ১। সাতকানিয়া থানার মামলা নং-২৯(২)১৬, জিআর নং-৫৯/১৬, ধারা-অস্ত্র আইনের ১৯(এ), ২। সাতকানিয়া থানার মামলা নং-২৩(১)১৫, দায়রা নং-১৮৮/১৬, ৩। স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নং-১৮৭/১৬, জিআর নং-২১/১৫ এর ৩টি জিআর পরোয়ানা ভুক্ত আসামী দিদারুল ইসলাম প্রঃ ইমন (৩০), পিতা-নুরুল ইসলাম, সাং-পশ্চিম গাটিয়াডেঙ্গা, ওয়াহেদের পাড়া, ৮নং ওয়ার্ড, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে নিজ বাড়ী হতে গ্রেফতার করেন।
এসআই মোঃ আমির হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানার মামলা নং-২০(২)২০২২ এর জিআর পরোয়ানা ভুক্ত আসামী মোহাম্মদ হোসেন (৩৫), পিতা- হাজী আব্দুল খালেক, সাং-মধ্যম কাঞ্চনা, ৫নং ওয়ার্ড, সৈয়দ মেম্বারের বাড়ী, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে সাতকানিয়া বাজার হতে গ্রেফতার করেন।
সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ সামছুদ্দৌহা সঙ্গীয় ফোর্সসহ অভিযান ডিউটি করাকালীন সময় সাতকানিয়া থানাধীন ১০নং কেওচিয়া ইউপিস্থ কেরানীরহাট বাজারস্থ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন হোটেল নিশাত আবাসিক এর ১০৫ নং কক্ষে হইতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত আসামী ১. ইয়াছিন আরাফাত (১৯), পিতা-মৃত ইউসুফ , মাতা-রহিমা বেগম, স্থায়ী: গ্রাম- আফজল নগর, কাশেম সওদাগরের বাড়ী, হাসমতের দোকান, ০৪নং ওয়ার্ড, ১৫নং ছদাহা ইউনিয়ন, থানা- সাতকানিয়া, জেলা -চট্টগ্রাম, পলাতক আসামী ২. মোঃ আব্দুল আলম প্রকাশ আলিম(৩৬), পিতা-মৃত মোঃ আব্দুল খালেক, মাতা-রাজিয়া বেগম, স্থায়ী: গ্রাম- ছদাহা, ফজুর পাড়া, আলিমের বাড়ী, ২নং ওয়ার্ড, ১৫নং ছদাহা ইউনিয়ন, থানা- সাতকানিয়া, জেলা -চট্টগ্রামদ্বয়ের হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দকৃত-১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১৭.২০ ঘটিকায় গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং-৩২, তাং-২২/০৯/২০২৩ইং ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(ক)/৪১ রুজু করা হয়।
আটককৃত আসামিদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।