আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের আইনজীবী চেম্বারে হামলা ও ভাংচুর করেছে দুবৃত্তরা। এ সময় তার চেম্বারের সামনে থাকা তিনটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। বিএনপি নেতাদের অভিযোগ, রবিবার সকাল ১১টার দিকে শহরের মহিলা কলেজ সড়কে বিএনপির সদস্য সচিবের বাসভবনের নিচতলার আইনজীবী চেম্বারটিতে ভাঙচুর করে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ঘটনাস্থল থেকে বিএনপির তিন নেতাকর্মীসহ জেলার বিভিন্ন স্থান থেকে মোট ১৮ জনকে আটক করেছে পুলিশ।
বিএনপি নেতারা জানান, সকালে শাহাদাৎ হোসেন চেম্বারের কাজ শেষে আদালতে যান। কিছুক্ষণ পরেই যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসে লাঠিসোটা নিয়ে তাঁর আইনজীবী চেম্বারে হামলা ও ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় চেম্বারের ভেতর থেকে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন, বিএনপির মিডিয়াসেলকর্মী আরিফ হোসেন ও বিএনপি সমর্থিত আইনজীবী মো. তুষারকে আটক করে করে থানায় নিয়ে যায়। এদিকে জেলার বিভিন্ন স্থান থেকে আরো ১৫ জন বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে।
এ বিষয়ে জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির বলেন যুবলীগ ছাত্রলীগ কোন হামলা চালায়নি নিজেদের দলীয় কোন্দলের জন্য এমন ঘটনা ঘটতে পারে। বিএনপি জামাত আজীবন আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।