আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে ৬০০ পিচ নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ জহুরুল ইসলাম(৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
সোমবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় হিলি-ঘোড়াঘাট পাকা রাস্তায় খুদখোর ব্রীজের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জহুরুল ইসলাম জয়পুরহাটের পাঁচবিবি থানার আটাপাড়া গ্রামের দুলাল হকের ছেলে।
পুলিশ জানায়,ভারতের সীমান্তবর্তী হিলি এলাকা থেকে যাত্রীবেশে ভ্যান যোগে নিষিদ্ধ ইনজেকশন বহন করে নিয়ে আসছে,এমন গোপন তথ্যের ভিত্তিতে হিলি-ঘোড়াঘাট পাকা রাস্তায় খুদখুর ব্রীজের উপর থেকে উপ-পরিদর্শক অসীম কুমার মোদক ও মোজাফফর রহমান সহ পুলিশের একটি দল নিষিদ্ধ নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা পৃথক দুটি ছোট ব্যাগ থেকে ৬০০ পিস ইনজেকশন জব্দ করে পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন থেকে সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাদক সংগ্রহ করে আশপাশের বিভিন্ন জেলা-উপজেলায় সরবরাহ করে আসছিল। তাকে মঙ্গলবার সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।