আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির অভিযানে. বিপুল পরিমাণ গাঁজাসহ ১জনকে গ্রেফতার করেছে(ক) সার্কেলের একটি আভিযানিক দল।
২২ শে নভেম্বর বুধবার. সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার. রানিহাটি ইউনিয়ন. হঠাৎ পাড়া
গ্রামে. চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ক) সার্কেলের পরিদর্শক, ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে, সঙ্গীয় ফোর্স নিয়ে একটি বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে,১টি প্লাস্টিকের বস্তার ভেতরে থাকা ৬ কেজি গাঁজাসহ হারুন (৩২)নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এই ঘটনাই জড়িত আরোও ১জন পলাতক রয়েছে।
মাদক কারবারে জড়িত আসামীরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন বহরম হঠাৎ পাড়া গ্রামের, মোঃ ভুলু শেখের ছেলে, হারুন আলী (৩২) এবং একই গ্রামের, মৃত্যু ফোসিদ আলীর ছেলে, মোঃ আজিম আলী (৪৫) আজিম আলী এখোনো পালাতক রয়েছে।
গ্রেফতারকৃত আসামী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত, মাদক কারবারে জড়িত থাকার
কথা স্বীকার করেন, এবং আসামী আজিম
আলীর সাথে তার মাদক ব্যবসার সম্পৃক্ততা রয়েছে বলে জানান হারুন।
এই ঘটনায় মাদকবিরোধী আইনে একটি নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে, আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।