আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় মসজিদে দানকৃত ছাগল বিক্রয়কে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে নিহতের ঘটনায় থানায় ৮ জনের নামে মামলা হয়েছে। প্রধান আসামীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৮ অক্টোবর) জুম্মার নামাজের দিন আবু বাক্কার শেখ নামে এক ব্যক্তি শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে একটা ছাগল দান করেন। নামাজ শেষে ছাগলটি ডাকে বিক্রির প্রস্তুতি নেয়া হয়। বাকী বিক্রি হবে কি হবেনা এনিয়ে মসজিদের বিবাদমান কমিটির দু-পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সৃষ্ট বিরোধের জের ধরে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে বাঁশের বাড়ির আঘাতে ফজর গাজী (৫০) নামে এক মুসল্লী মারা যান। তিনি শ্যামনগর গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে। আহত হয় ১০জন। এর মধ্যে উভয় পক্ষের ৪জন হাসপাতালে ভর্তি হন।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) তুষার কান্তি দাস জানান, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মোস্তফা গাজীকে প্রধান আসামী করে ৮ জনের নামে থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ মোস্তফা কে গ্রেপ্তার করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।