আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মাগুরা জেলা প্রতিনিধি,মোঃ সাকিব খান,
মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামে শত বছরের ঘোড়া দৌড় ২১ জানুয়ারি ইং শনিবার বিকালে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে চলছে গ্রামীন মেলা। মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামে প্রতিবছর এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ অঞ্চলের অন্যতম বৃহত্তর মেলা এটি। জানা যায় ঘুল্লিয়া মাঠে অনুষ্ঠিত মেলায় মাগুরা জেলার বিভিন্ন এলাকা সহ পার্শ্ববর্তী জেলা থেকে হাজার হাজার লোকের সমাগম ঘটে। এ বছর তার ব্যাতিক্রম নয়।
মেলায় নানা ধরনের মাছ,মাটির সামগ্রী শোপিচ,কসমেটিক্স, বাঁশ ও বেতের সামগ্রী, বিভিন্ন ধরনের মিষ্টি, খেলনাসহ বিভিন্ন পণ্য উঠেছিল বিক্রির জন্য। মেলায় বড় বড় সাইজের মাছ সকলের দৃষ্টি কাড়ে।
গ্রামবাসীরা তাদের সাধ্য অনুযায়ী মাছ ক্রয় করেন। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। ২২ তারিখ রবিবারও মেলা চলবে,যেটা মহিলাদের জন্য সংরক্ষিত থাকলেও সবার পদচারনা লক্ষ্য করা যায়।