আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ হানিফ উদ্দিন সাকিব
নোয়াখালী জেলা প্রতিনিধি
থিয়েটার থেকে উঠে আসা নতুন প্রজন্মের নাট্য নির্মাতা এম.এ.এইচ.হান্নান,মাইজদী থিয়েটার নামে একটি থিয়েটারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক হিসেবে তিনি বলেন বর্তমানে টিভি চ্যানেল, ইউটিউব চ্যানেল,ফেইসবুক পেইজ এসব গুলোর মাধ্যমে সবাই ভিউ চায়, ভিউ আনতে গিয়ে বাংলাদেশের নাটক অঙ্গের ধ্বংস নেমে আসছে, ভিউ মানেই অশ্লীল বা অরুচি সম্পূর্ণ কন্টেন্ট বানাচে চায় অনেকেই যা পরিবারের সবার সাথে বসে দেখা যায় না,এভাবে চলতে থাকলে আগামী প্রজন্ম যেমন হুমকির মুখে তেমনি বাংলাদেশের নাট্যঙ্গনও হুমকির মুখে, তাই কে কি বলুন আর কে কি করুক ভিউ হোক বা না হোক আমি চাই রুচিসম্মত নাটক উপহার দিতে, সম্প্রতি তিনি একটি নতুন নাটক নির্মান করেন নাটকের নাম বখাটেদের প্রেম, নাটকে অভিনয় করেছেন হিরন সোহেল মানসি প্রকৃতি, কচি খন্দকার সাবেরী আলম সিয়াম নাসির এস এ আরিফিন আতিকুর রহমান অপু সহ আরো অনেকে, এই নাটকে প্রোডিউস করেছেন ডাঃ বদরুল আহসান রাজু, এজন্য তিনি ডাঃ বদরুল আহসান রাজু সহ তাঁর নাট্যগুরু অনন্য ইমন,এস আর মজুমদার, জাকিউল ইসলাম রিপন, মোহন আহমেদ এর প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন করেছেন, নাটকটি এই ঈদে একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।