আজ ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়ায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। উপজেলা প্রশাসনের আয়োজনে এই উৎসবের উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মিল্টন বিশ্বাস।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.কে এম আবদুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ লাল দেব নাথ সহ-উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি সহ অনেকেই।
মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলা মাঠ প্রাঙ্গনে পিঠা উৎসবে ২০ স্টলে সাতকানিয়ার বিভিন্ন উদ্যোক্তরা এতে অংশগ্রহণ করেন। সকাল ১১ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলে এই পিঠা উৎসব।
এই উৎসবে রয়েছে চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, কাঠাল পিঠা, খোলা জালি পিঠা, জামাইবরণ পিঠা, গোলাপফুল, তালের কলাপাতা, হাসের চপ, সাঁঝ পিঠা, শিম ফুল, বিনি চাউলের পিঠা, মুঠি পিঠা, ভাপাপিঠা, তারা পিঠা, গ্রাম-বাংলা পিঠা, ঝিঙা পিঠা, সেমাই পিঠা। এছাড়াও পিঠা উৎসবে চটপটি ফুসকা ও নানা স্বাদের নানা নামের গ্রামীন সব পিঠার আয়োজন রাখা হয়েছে।
পিটা উটসবে আসা তন্বী নামের এক দর্শনার্থী বলেন,পিটা উৎসবে এসে ভালো লাগলো।