আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন জনবন্ধু আবু হানিফ চয়ন।
লালমনিরহাট প্রতিনিধিঃ
কিছু কিছু মানুষ আছেন, যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করার জন্য। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখেন আশেপাশের মানুষগুলোকে। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি – ঠিক সেরকম একজন মানুষ জনবন্ধু আবু হানিফ চয়ন।
আজ আমাদের সকলের সুপ্রিয়, মাটি ও মানুষের নেতা মদাতীর জন নন্দিত নেতা জনবন্ধু আবু হানিফ চয়ন এর শুভ জন্মদিন।