আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
নুর মোহাম্মদ সিকদার :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেছে বান্দরবান জেলা সভাপতি। কমিটিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমান সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ কে সভাপতি ও বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানোয়ান চাক সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (১৮) বিকালে জেলা কমিটির নেতৃবৃন্দ এই কমিটি অনুমোদন করেন।
এর আগে, সকালে নাইক্ষ্যংছড়ি বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্মাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ”র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: ইমরানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলাপরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা ।
বিশেষ অতিথির বক্তব্য দেন বান্দরবান জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান জেলার সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া,জেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য আবু তাহের কোম্পানী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগ সদস্য তসলিম ইকবাল চৌধুরী প্রমুখ।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
উল্লেখ্য: ২০১৮ সালের ২মে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহকে সভাপতি ও মোহাম্মদ ইমরান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।