আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
জুবাইরুল ইসলাম জুয়েল স্টাফ রিপোর্টার।
টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে ১ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ জাহেদুল আলম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক এবং আয়াত উল্লাহ সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত।
অন্যদিকে ২ নং ওয়ার্ডে ও একি সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি শামসুদ্দিন এবং সাধারণ সম্পাদক শওকত আলী সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন এবং সাংগঠনিক নুরুন্নবী নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৯ মার্চ) বিকালে শামলাপুর (আই’কে) টাওয়ার ভবনের সামনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন বাহারছড়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হুমায়ুন কাদের চৌধুরী, এসময় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি মোঃ সোহেল আহমদ বাহাদুর, যুবলীগের সম্মেলনে নেতা কর্মীদের উদ্দেশ্যে যুবলীগের সকল কার্যক্রমের দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন। এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নং বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন সিকদার, এছাড়াও সম্মেলনে ইউনিয়ন যুবলীগের সকল নেতাকর্মীদের উপস্থিতিতে নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করেন।
যদি ও প্রথম দিন ২ নং ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়, ১ নং ওয়ার্ডে ও সভাপতি এবং সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
তবে সাধারণ সম্পাদকে, ৩ জন প্রার্থী হওয়ায় তাদের কার্যক্রম দীর্ঘ সময় লেগে যায়, এরপরপরই বৃষ্টির কারণে সকল কার্যক্রম বন্ধ করে, পরের দিন ব্যালটের মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণা করেন চেয়ারম্যান।
এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোঃ হানিফ – ফুটবল প্রতিক
আজিজুল ইসলাম – মাছ প্রতিক এবং
আব্দুল মালেক – তালা মার্কা প্রতিক নিয়ে ব্যালটের মাধ্যমে নির্বাচন করে সর্বমোট ১৮৬ ভোটের মধ্যে ৭৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়, আব্দুল মালেক।
এই নির্বাচনে মোঃ হানিফ – ফুটবল প্রতিক নিয়ে পায় ৬৮ ভোট
আজিজুল ইসলাম – মাছ প্রতিক নিয়ে পায়, ৪৩ ভোট।
এই বিষয়ে ৫ নং বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন সিকদার জানান, ব্যালটের মাধ্যমে নির্বাচন নিরপেক্ষতার সঙ্গে শেষ করতে পেরে সকল প্রার্থীরা সন্তুষ্ট, এই নির্বাচন ইউনিয়ন যুবলীগের সকল নেতাকর্মীদের উপস্থিতিতে সম্পন্ন হয়।