আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মহান বিজয় দিবস উদযাপন ২০২২ kotha71 টিভি!
#ফৌজুল আজাদ চৌধুরী# চট্টগ্রাম #
গত শুক্রবার ১৬ ডিসেম্বর সকাল ৮ ঘটিকার সময় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন kotha71 tv ও কথা সাহিত্য সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের সদস্য বৃন্দ।
বিকেল ৩ ঘটিকা থেকে শুরু হয় আলোচনা সভা,
kotha71 tv কতৃক আয়োজিত মহান বিজয় দিবস উদযাপনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রণব চক্রবর্তী, প্রধান আলোচনা হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মিলি লালা,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ফৌজুল আজাদ চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তপসি চক্রবর্তী প্রধান শিক্ষক মাদারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিমলী দাশ টিভি ও বেতার শিল্পী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তৃষা সেন,
প্রথমে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১ মিনিট নিরবতা পালন করেন,
এর পরে বক্তব্য বক্তারা বলেন অনেক কষ্টের সাধনায় অর্জিত এই বিজয় আজ বিজয়ে ৫১ বৎসর আজ আমরা স্বাধীন, বঙ্গবন্ধু না হলে এই বাংলা স্বাধীনতা অর্জন হত না,ডিজিটাল বাংলাদেশ হত না,স্বাধীন ভাবে চলেপেরা করতে পারতাম না,আজ আমি বাংঙ্গালী বলতে গর্ববোধ করি, আমি বাংলায় কথা বলি, বাংলা আমার মাতৃভূমি,
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সজল কুমার নাথ বিশিষ্ট কবি, নাট্যকার,কথা সাহিত্য সাংস্কৃতিক,নাট্য সংগঠনের সভাপতি, kotha71 tv প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক।
সার্বিক সহযোগিতা করেন kotha71 tv সকল সদস্যগন, অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় করেন সোমা সরকার ও মৃত্তিকা শানন চৌধুরী,পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়,
বিকলে ৪ ঘটিকার সময় শিশুদের কে নিয়ে কবিতা আবৃত্তির আয়োজন করা হয়,
বিকেল ৫ ঘটিকার সময় শিশুদের কে নিয়ে নৃত্য অনুষ্ঠান করা হয়,
এর পর মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে গান পরিবেশন করেন শিমলী দাশ, সরন সাহা, সুমন তালুকদার, অর্ণব চৌধুরী, শ্রাবণ দে, মৃত্তিকা শানন চৌধুরী, ঊর্মি দেব, এডভোকেট মিলি লালা, মিথি চৌধুরী, অভিক ভট্টাচার্য্য,দুর্জয় দাশ, মনিষা দাশ, জয়ন্তী দেবী প্রমুখ।