আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার ছয় হাজার পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের পক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৮ মার্চ মঙ্গলবার বিকেলে সাতকানিয়া সদর ইউনিয়নের নিজ বাড়িতে এ ইফতার সামগ্রীর বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
প্রধানমন্ত্রীর নির্দেশে সাতকানিয়া লোহাগাড়া এই দুই উপজেলার ছয় হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। ১৪ কেজি ওজনের প্রতিটি প্যাকেটে ছিল চাল, ছোলা, ডাল, পিয়াজ, লবণ, আলু ও তেল।
২৮ মার্চ মঙ্গলবার বিকেলে সাতকানিয়া সদর ইউনিয়নের নিজ বাড়িতে এ ইফতার সামগ্রীর বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন আমিনুল ইসলাম।
এসময় তিনি বলেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে অল্প সংখ্যক মানুষকে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করছি৷ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমার ব্যক্তিগত তহবিল থেকে মোট ৬ হাজার পরিবারের জন্য প্যাকেট করা ইফতার সামগ্রী সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে তালিকা ধরে বিতরণ করা হবে৷ নেতাকর্মীরা নিজ ব্যবস্থাপনায় তালিকা ধরে মানুষের ঘরে পৌঁছে দিবে। দু এক দিনের মধ্যে তা সম্পন্ন করা হবে।’
লোক দেখানো শোডাউন করে ইফতার বিতরণ না করে মূলত রোজাদারদের কষ্ট কমাতে ইউনিয়ন ভিত্তিক বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি।
ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল ইসলাম বলেন, ‘জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।
যেকোনো দুর্যোগে আওয়ামী লীগের নেতাকর্মীরাই জনগণের পাশে দাঁড়ায়। বৈশ্বিক মহামারী এবং ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বহু দেশেই সংকট দেখা দিয়েছে। প্রতিবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হতো। কিন্তু এবার প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ইফতার পার্টি না করে সেই অর্থ গরিব-দুঃখী ও অসহায় মানুষের মাঝে বিতরণের। সেই নির্দেশনা মোতাবেক আমার এই ক্ষুদ্র প্রয়াস।’
তিনি বলেন, ‘দেশের প্রতিটি বিত্তশালী মানুষের উচিত গরীব দুঃখী অসহায়দের পাশে দাঁড়ানো। কারণ মানুষের ভালোবাসার চেয়ে অন্য কোন কিছুই মূল্যবান হতে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষকে ভালবাসতেন, মানুষও তাকে মন উজার করে ভালোবাসতেন। একই ভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানুষের কল্যাণে কাজ করে চলেছেন।’
আমিন আরও বলেন, ‘বিএনপি জনগণের ভোট পাবে না বলেই নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায়। কারণ তারা জনগণের সঙ্গেও থাকে না, জনকল্যাণে কাজও করে না, এর ফলে তারা জনসমর্থন আদায় করতেও ব্যর্থ। অন্যদিকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সর্বস্তরে নেতাকর্মী জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তাই বিএনপি জনগণকে ভয় পায়। ভোট এলে নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য নানান ধরনের পাঁয়তারা করে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিন বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি-জামায়াত যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে-ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না। সবাই ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট প্রদীপ কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আহমেদ মিয়া, মাস্টার ফারুক আহমেদ, মুজিবুর রহমান, মোহাম্মদ মিয়া ফারুক, এস এম আজিজ, নাজিম উদ্দিন, তৈয়বুল হক বেদার, আবুল কালামসহ স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও অন্যান্য নেতাকর্মীরা।