আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয়ের সামনে শনিবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল হক নান্নু, সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), কেন্দ্রীয় বিএনপি এবং কর্মসূচীতে সভাপতিত্ব করেন এ্যাড. সৈয়দ হোসেন, আহ্বায়ক, জেলা বিএনপি।
এ সময় বক্তাগণ বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন সরকার লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে। আজ দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা হয়ে পড়েছে। আগামীতে কঠিন আন্দোলনের মধ্যদিয়ে সরকারের পতন ঘটানো হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বিদ্যুৎ, গ্যাসসহ সকল নিত্যপণ্যের দাম কমানো ও বেগম জিয়াসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।