আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
“পটিয়া প্রবাসী সমিতি” শুধু সমিতি নয় এটি একটি পরিবার!
পটিয়া উপজেলা প্রতিনিধি ( চট্টগ্রাম ) :
পটিয়া প্রবাসী সমিতি’র সদস্য আবদুর রহিম এর বাড়ীতে পারিবারিক দাওয়াতের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি লায়ন মোঃ আবু ছালেহ্, সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন বাবু, সহ সম্পাদক এস এম জসিম, অর্থ সম্পাদক দিদারুল ইসলাম, দপ্তর সম্পাদক এহসানুল হক বাবু, সহ দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাদশা, সদস্য আবদুর রহিম, আলী আবছার, নেজাম উদ্দিন প্রমুখ। উক্ত দাওয়াতের পূর্বে আলেচনায়
সমিতির সভাপতি বলেন শুরুটা করেছিলাম ৫ জনে মিলে পরামর্শে কিন্তু সে পরামর্শ ছিল সামগ্রিক সবার জন্য কি করা যায়। আমাদের ভাবনার প্রতিফলন ঘটালেন মহান রব। আলহামদুলিল্লাহ হাটি হাটি পা পা করে একটি বৎসরের শেষান্তে আমরা। আজ এই মুহুর্ত পর্যন্ত আল্লাহ আমাদের কামিয়াব রেখেছেন। কখন যে আমরা সমিতির মাধ্যমে একে অপরকে হৃদয়ের বন্ধনে আবদ্ধ করে ফেলেছি নিজেও জানিনা। তারই বাস্তব রূপ দেখতে পাচ্ছি। প্রবাস থেকে সদস্যরা যখন আসেন তখন মনে হয় আমাদের পরিবারের একজন সদস্য আমাদের মাঝে এসেছেন। যতক্ষণ দেশে অবস্থান করেন সমিতির সকল কর্মকান্ডে নিজেকে নিবেদন করেন। একসাথে বসে চা, নাস্তা আড্ডা দাওয়াত সব মিশে একাকার। সমিতি রূপ নিয়েছে একটি পরিবারে। যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কুশিলব হিসেবে সহ সভাপতি জনাব মোঃ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক জনাব আরিফ উদ্দিন বাবু ভাই, সহ সাধারণ সম্পাদক জনাব এস এম জসিম, অর্থ সম্পাদক জনাব দিদারুল ইসলাম, দপ্তর সম্পাদক জনাব এহসানুল হক বাবু, কার্যকরী সদস্য জনাব নুরুল আজাদ আমি সকলের প্রতি কৃতজ্ঞ। সবার সহযোগিতা না হলে আমরা এতদূর আসতে পারতামনা। এছাড়া আমাদের পাশে থেকে যে সকল সদস্য সমিতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্বপ্ন বাস্তবায়নে আপনারা সুখের সারথী। আমাদের সদস্যদের যখন সমিতির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করতে পারি তখন আল্লাহর শোকরিয়া আদায় করি। আর বাস্তবায়ন দেখে বলি আলহামদুলিল্লাহ। সমিতির সকল সদস্য আমাদের গৌরব। আমরা একটি পরিবারের সন্তান। সেটার প্রমাণ আজ অবধি পেয়েছি। খাওয়া দাওয়া বড় কথা নয় সবচেয়ে বড় কথা হল আন্তরিকতা। সে আন্তরিকতায় আমরা ছুটে গিয়েছি নাছির ভাইয়ের বাড়ীতে, নুরুল আজাদ ভাইয়ের বাড়ীতে, আবছার ভাইয়ের বাড়ীতে, আবদুর রহিম ভাইয়ের বাড়ীতে। এ এক অন্যরকম সময় কাটে যখন আমরা একসাথে থাকি। এটি আল্লাহ প্রদত্ত অশেষ রহমত। “পটিয়া প্রবাসী সমিতি” শুধু সমিতি নয় এটি একটি পরিবার। সবার দোয়া কামনা করছি।