আজ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতকানিয়া উপজেলা,সাতকানিয়া পৌরসভা শাখা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট শাখার উদ্যেগে কেন্দ্রের ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৮এপ্রিল শনিবার বিকালে সাতকানিয়া উপজেলার ডলুব্রীজের পশ্চিমে পরশমণি কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে সাতকানিয়া উপজেলা, সাতকানিয়া পোরসভা ও উত্তর সাতকানিয়া ইউনিট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর যৌথ উদ্যোগে সাতকানিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম এর সভাপতিত্বে ও সাতকানিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক, ১নং পৌর ওয়ার্ড বিএনপির আহবায়ক মামুনুর রশীদ মামুন মেম্বার এর সঞ্চালনায় এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এর আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব জামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা বিএনপির আহবায়ক শওকত আলী চৌধুরী, সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রসুল মোস্তাক, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক সিকদার, আনোয়ার হোসেন চৌধুরী, এম এ রহিম, হাজী সামাদ,ছৈয়দ বাহা উদ্দিন বুলু,নুরুল ইসলাম বাবুল,আবু বক্কর আবু,মোস্তাক আহমেদ, আব্দুর রহিম মেম্বার,মোহাম্মদ মোরশেদ, কুতুবউদ্দিন, মোহাম্মদ আলী, লোকমান মেম্বার,মিজানুর রহমান টিপু,মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ইউনুস মেম্বার, জিয়াবুল হক চৌধুরী, সাতকানিয়া উপজেলা উলামা দল এর আহবায়ক হাফেজ মোহাম্মদ জমির,সদস্য সচিব মাওলানা আব্দুল করিম,সাতকানিয়া উপজেলা যুবদল নেতা নেজাম উদ্দিন, ইকবাল হোসেন রুবেল,নাজিম উদ্দিন রাজু,মিজানুর রহমান, জিয়াউর রহমান জিয়া,স্বেচ্ছাছাসেবক দল নেতা এহসানুল করিম,আলী মিয়া,তৌহিদ, ছাত্রদল নেতা আজিজুল হক সৌরভ, আনিসুর রহমান আনাস,মোহাম্মদ কামাল, মোহাম্মদ তোহা,মিনহাজুল হক,মোহাম্মদ সামী,মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ। উক্ত অবস্থান কর্মসূচিতে সাতকানিয়া উপজেলা, সাতকানিয়া পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এর আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব জামাল হোসেন বলেন, অবৈধ ভোট চুর মিটনাইট সরকার দেশের গণতন্ত্রকে সম্পূর্ণ ধংস করে দিয়েছে। এই অবৈধ সৈরাচারী জালিম সরকারকে বিদায় করে আমাদের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এবং আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমান এর নেতৃত্বে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কায়েম করতে হবে বলে জানান।