আজ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি) এর কেওচিয়া ইউনিয়ন শাখার উদ্যেগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১এপ্রিল মঙ্গলবার বিকাল ৪টার দিকে ১০নং কেওচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম মাদারবাড়ি পুরান পুকুর পাড় জামে মসজিদ মাট প্রাঙ্গণে লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি) ১০নং কেওচিয়া ইউনিয়ন শাখার সিনিয়র সহ সভাপতি আলী আকবর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি) এর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কেওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এজিএম শাহজাহান,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি) এর চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা গোলাম কিবরিয়া শিমুল,
এছাড়া আরও উপস্থিত ছিলেন কেওচিয়া ইউনিয়ন লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি) এর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম,লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি) কেওচিয়া ইউনিয়ন শাখার সহ সভাপতি ছিদ্দিক আহমদ, কেওচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও এলডিপি নেতা কবির আহমদ,বাঁশখালী পৌরসভার প্রকৌশলী লুৎফুর রহমান, কেওচিয়া ইউনিয়ন লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি) নেতা এনামূল হক, সরওয়ার, ওসমান গণী,কেওচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখার এলডিপি সভাপতি জালাল আহমদ সওদাগর প্রমুখ।
উক্ত ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।